ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যারি পটার’

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:১৩ এএম

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

রোববার (৯ মার্চ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেতার ম্যানেজার বলেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’ 

সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ। ‘ হ্যারি পটার’ ছাড়া সাইমন ‘ডক্টর হু’ নামে একটি সিরিজে অভিনয় করেছিলেন এই ব্রিটিশ অভিনেতা। এছাড়া তিনি কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের জন্য তার আলাদা পরিচিত ছিলেন। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন। টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও, সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেকখানি অবদান রয়েছে। তিনি ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। যা মন কেড়েছিল দর্শকের।

SN
আরও পড়ুন