ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কে ছোনকা ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাদা খান (৫৫) সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সকালে কিছুটা কুয়াশা থাকায় শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি ট্রাক তাকে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোরতোজা নূর বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটির সন্ধান চলছে।

RA
আরও পড়ুন