ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬০০ কর্মী নিয়ে মহাসড়কে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সকাল ৬টায় পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মহাসড়কে ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়।

অভিযান শেষে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, মহাসড়ক ও আইল্যান্ডে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতি হচ্ছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ নেই। ময়লা পরিষ্কার করায় এখন ওই মহাসড়ক ব্যবহারকারীরা স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবে। পরিবেশদূষণও কমানো সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন থেকে ব্যবস্থা গ্রহণ করছে। খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কার করা হচ্ছে। ২৩ এপ্রিল থেকে দক্ষিণ সিটির খাল-ড্রেন উদ্ধার ও পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু মৌসুম মোকাবিলায় মশকনিধন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং আর অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম অব্যাহত আছে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

RK/AHA
আরও পড়ুন