ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিদেশিদের জন্য থাইল্যান্ড গমনে নতুন নিয়ম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম

বিদেশিদের জন্য থাইল্যান্ড গমনে বাধ্যতামূলক একটি ডিজিটাল ফরম পূরণ করতে হবে। 'থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড' (টিডিএসি) ছাড়া কোনো বিদেশি নাগরিক সেখানে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পর্যটন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা-থাইল্যান্ড রুটের এয়ারলাইনসগুলোকে বিষয়টি অবগত করে একটি চিঠিও দেওয়া হয়।

জানা গেছে, ভ্রমণ, ব্যবসা বা ট্রানজিটসহ যেকোনো প্রয়োজনে থাইল্যান্ডে প্রবেশে এই ফরম জমা দিতে হবে। এমনকি পরিবার বা দলবদ্ধ ভ্রমণেও প্রতিটি যাত্রীর জন্য আলাদাভাবে টিডিএসি ফরম পূরণের নির্দেশ দেয়া হয়েছে। 

তিনটি অংশে বিভক্ত ফরমটির প্রথম অংশে নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। দ্বিতীয় অংশে থাকবে যাত্রা সম্পর্কিত তথ্য (ফ্লাইট নম্বর ও থাইল্যান্ডে থাকার অস্থায়ী ঠিকানা)। তৃতীয় অংশে যাত্রীর স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য দিতে হবে (কোনো অসুস্থতা আছে কি না বা চিকিৎসাধীন অবস্থায় আছেন কি না)।

এ ফরম যাত্রার অন্তত ৭২ ঘণ্টা বা ৩ দিন আগে অনলাইনে পূরণ করতে হবে। ফরম জমা দেয়ার পর সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা যাচাই করা হবে। নিরাপত্তার স্বার্থে পূরণ করা টিডিএসি ফরমের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ।

যারা দীর্ঘ সময় অবস্থান করবেন তাদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। থাইল্যান্ডে কেউ যদি ৯০ দিনের বেশি সময় অবস্থান করেন, তাহলে প্রতি ৯০ দিন অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে।

থাই কর্তৃপক্ষ বলছে, নতুন এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হবে।

SN/JA
আরও পড়ুন