ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সবার সঙ্গে কথা বলেই আ. লীগ নিষিদ্ধ হয়েছে: শফিকুল আলম

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত দলের সমর্থন ছিল। সবার সঙ্গে কনসালটেশন ছিল, আমরা সবার সঙ্গে কথা বলেছি।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুরো বাংলাদেশ স্বস্তির নিশ্বাস ফেলেছে দাবি করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, জনগণের ভোটাধিকার নিয়েছে, সমস্ত দেশকে ডাকাতির একটা জায়গা বানিয়েছিল।

JA
আরও পড়ুন