ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বের যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিম জনগোষ্ঠির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে শুক্রবার (৬ জুন) মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপন করেছে।

যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় সেখানে আনন্দের সুরে যুক্ত হয়েছে নতুন মাত্রা। এছাড়া স্থানীয় সময় শনিবার (৭ জুন) সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্য প্রবাসী বাংলাদেশি মুসল্লিরাও এই জামাতে ঈদের নামাজ আদায় করেন।
 
একইদিনে ঈদুল আজহা পালন করা হচ্ছে মালয়েশিয়াতে। দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন।
 
স্থানীয় সময় সকাল ৮টায় মসজিদগুলোতে যেমন বাংলাদেশিরা নামাজ আদায় করেছেন, তেমনি অনেক বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কমিউনিটি সেন্টারগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
এদিকে কানাডায় ঈদের সকাল শুরু হয় একাত্মতায়। দেশটির বড় বড় শহরের মসজিদগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা।
 
এছাড়ও বরাবরের মতই জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীদের জন্য করা হয় বিশেষ দোয়া। খোলা জায়গায় পশু কোরবানির অনুমোদন না থাকায় ঈদ জামাতের পরপরই প্রবাসীরা ছুটে যান কোরবানীর জন্য রাখা নির্দিষ্ট স্থানে।
 
একই উৎসবমুখর চিত্র স্পেনের মাদ্রিদে বসবাসরত মুসলিমদের। বার্সেলোনা ও অন্যান্য শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। অনেকের কর্মস্থলে ছুটি না থাকায়, নামাজ শেষ হওয়া মাত্রই জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে যান তারা।
 
একই চিত্র ইউরোপের আরেক দেশ ইতালিতে। রাজধানী রোম, মিলান, ভেনিসসহ প্রধান প্রধান শহরগুলোতে মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
আয়ারল্যান্ডেও বাংলাদেশি কমিউনিটির মুসল্লিরা ঈদের নামায আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজন করা হয় বিভিন্ন মিষ্টি খাবারের।
 
এদিকে মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহা উদযাপিত হয়েছে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে শরিক হন। জামাত শেষে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। অনেক স্থানে বাংলা ভাষায় খুতবার আয়োজন করা হয়। কুয়েতে সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদ আল কেবির বা গ্রান্ড মসজিদে।
 
এর আগে ইসরাইলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার ভোরেই জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গন। জামাতে নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনি। তবে উৎসবের দিনেও গাজায় ইসরাইলি নির্মম হত্যাযজ্ঞের কারণে ফিলিস্তিনিদের মুখে ছিলো না হাসি আনন্দের  ছাপ। 

SN
আরও পড়ুন