ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) দুপুর পর্যন্ত ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। এতে ছোট-বড় মিলিয়ে মোট ২ হাজার ৭৯টি যানবাহন ও ৩৪৪টি যান যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শাহজাহান মিয়া বলেন, এ বছর দক্ষিণ সিটিতে ঈদের তিন দিনে মোট ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি করা হয়েছে। এরইমধ্যে ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ সিটির ইজারা দেওয়া ৮টি হাটের ময়লাও অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশনের মোট ১২ হাজার ৮৫৩ জন কর্মী কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে কাজ করেছেন।
বর্জ্য অপসারণের জন্য চলতি বছর ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয়েছে বলেও এ সময় জানান ডিএসসিসির প্রশাসক।
