ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানে না যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:৩২ এএম

গতকাল রোববার ভোরে ফোর্দোসহ ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের এই অভিযান বেশ সফল হয়েছে। এমনকি ফোর্দো ধ্বংস হয়ে গেছে এমন পোস্ট শেয়ার করেছিলেন তিনি।

তবে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সোমবার (২৩ জুন) জানিয়েছে, হামলার একদিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র এখনো জানে না ইরানের পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের এখনো পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা আছে কি না সেটির ব্যাপারে এখনই মন্তব্য করার সময় হয়নি। তিনি আরও জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম কোথায় আছে তারা সেটিও জানেন না।

যুক্তরাষ্ট্রের হামলার পর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়। মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা নেতারা কূটনীতিতে ফেরার আহ্বান জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জোর দেন ইরানের পারমাণবিক অবকাঠামো ছাড়া তারা আর কোনো কিছুতে জড়াতে চান না। অর্থাৎ ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ করার লক্ষ্য তাদের নেই। তবে এরমধ্যেই সোমবার মধ্যরাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সরকারের পতন ঘটানোর ইঙ্গিত দেন।

khk
আরও পড়ুন