ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:২০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে মারা যাননি কেউ।

স্বাস্থ্য অধিদপ্তর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার (৩০ জুন) পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬৯ জন।

Raj/FJ
আরও পড়ুন