ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দৈনিক খবর সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

দৈনিক খবর সংযোগের প্রিন্ট সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। ‘সত্যের সঙ্গে’ স্লোগান নিয়ে ২০২২ সালে ‌অনলাইন পোর্টাল দিয়ে সংবাদমাধ্যমে যাত্রা শুরু করেছিল 'খবর সংযোগ ডটকম'। সেই পথচলায় আজ নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে প্রিন্ট মিডিয়ার বিশাল জগতে।

ঐতিহাসিক দিনটি উপলক্ষ্যে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বনশ্রীতে নিজ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক খবর সংযোগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে খবর সংযোগ পরিবার।

দৈনিক খবর সংযোগের প্রিন্ট সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় সংবাদপত্রটির সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম বলেন, ‘সত্যের সঙ্গে’ শুধু আমাদের স্লোগান নয়, এটি আমাদের আত্মার প্রতিধ্বনি। গত তিন বছরে একঝাঁক তরুণ, মেধাবী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর নিরলস প্রচেষ্টায় খবর সংযোগ দেশ-বিদেশের প্রতিটি প্রান্ত থেকে বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা তুলে ধরেছে। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, ক্রীড়া থেকে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি খবর আমরা পরিবেশন করেছি পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়বদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে।

খবর সংযোগের পাঠকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের অবিচল আস্থা ও সমর্থনই আমাদের এই যাত্রায় শক্তি যুগিয়েছে। পাঠক হিসেবে আপনারাই আমাদের প্রেরণার উৎস। আজ যখন আমরা দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করছি, তখনো সেই অঙ্গীকার অটুট- সত্যের পক্ষে, জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

শেখ নজরুল ইসলাম বলেন, প্রিন্ট সংস্করণে আমরা আরও গভীর বিশ্লেষণ, গবেষণাধর্মী প্রতিবেদন এবং বহুমাত্রিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্রতী হব। আমাদের লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সচেতন নাগরিক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের পাথেয়। এই নতুন যাত্রায় আপনাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ। চলুন, সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে একসঙ্গে এগিয়ে যাই।

SN
আরও পড়ুন