বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আগামী রোববার (১০ আগস্ট) ধর্মপাশায় জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মোতালিব খাঁন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়াস্থ তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মো. আব্দুল মোতালিব খাঁন বিএনপির জেলা কমিটির সাবেক সহ-সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি নির্বাচনী এলাকার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, ক্লিন ইমেজ বলতে রাজনৈতিক জীবনে কোনো ত্রুটি না থাকা, দলের কমান্ড মেনে চলা, নেতাকর্মীদের পাশে থাকা এবং কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকাকে বুঝায়। আমার রাজনৈতিক জীবনে কোনো লাল কালির দাগ নেই। তাই নিজেকে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে দাবি করতে পারি। দল ক্লিন ইমেজের ব্যক্তিকেই মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাস করি।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, সদস্য ফারুক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, ছাত্রদল নেতা তানভির আহমেদ খাঁনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুরুল হক নুর 