ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো নামাজ, যা ইমানের পর দ্বিতীয় স্থানে। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। ব্যস্ততা যাই হোক, সময়মতো ফরজ নামাজ আদায় করা জরুরি।
শনিবার (৯ আগস্ট) ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
জুমা- ১২:০৮ মিনিট।
আসর- ৪:৪১ মিনিট।
মাগরিব- ৬:৪২ মিনিট।
এশা- ৮:০১ মিনিট।
ফজর (আগামীকাল রোববার)- ৪:১১ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : ০৫ মিনিট।
সিলেট : ০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা : ০৩ মিনিট।
রাজশাহী : ০৭ মিনিট।
রংপুর : ০৮ মিনিট।
বরিশাল : ০১ মিনিট।
যেসব কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে
কঠিন পরিস্থিতিতে যে ৩ দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)