ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওয়াই-ফাই রাউটারে মাসে যত টাকার বিদ্যুৎ খরচ হয়

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

ব্যবসা প্রতিষ্ঠান বা ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকা মানেই ওয়াই-ফাই রাউটারও সংযুক্ত থাকা। রাউটারের মাধ্যমেই স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি সব ডিভাইসে মিলছে তারবিহীন ইন্টারনেট। প্রশ্ন হলো- সারা মাস রাউটার চালালে বিদ্যুৎ বিল কি পরিমাণ আসে?

বাজারে টিপি লিংক, ডি লিংক, টোটো লিংক, নেট গিয়ার, শাওমি, মাইক্রোটিক, সিসকো ও লিংকসিসসহ নানা ব্র্যান্ডের রাউটার পাওয়া যায়। বাসার সাধারণ রাউটারের দাম থাকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। অফিস বা প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী রাউটার কিনতে খরচ হয় ৩ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

সাধারণত বাসার রাউটার ৯ থেকে ১২ ভোল্ট ও ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার ক্ষমতার হয়ে থাকে। ধরা যাক, একটি রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার। বিদ্যুৎ খরচের হিসাব হবে। ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

বাংলাদেশে বিদ্যুৎ বিলের হিসাব কিলোওয়াট ঘণ্টা হিসেবে করা হয়। ৫.৪ ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে দাঁড়ায় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ এক ঘণ্টায় এই রাউটার খরচ করবে ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ। অর্থাৎ, রাউটারটি এক ঘণ্টায় এতটুকুই বিদ্যুৎ খরচ করে।

বিদ্যুতের বর্তমান মূল্যহার (১ মার্চ ২০২৩ থেকে কার্যকর ও এখনও চালু)

০–৭৫ ইউনিট: ৪.৮৫ টাকা প্রতি ইউনিট, ৭৬–২০০ ইউনিট: ৬.৬৩ টাকা প্রতি ইউনিট, ২০১–৩০০ ইউনিট: ৬.৯৫ টাকা প্রতি ইউনিট, ৩০১–৪০০ ইউনিট: ৭.৩৪ টাকা প্রতি ইউনিট, ৪০১–৬০০ ইউনিট: ১১.৫১ টাকা প্রতি ইউনিট।

যদি প্রতি ইউনিট ৬.৬৩ টাকা ধরা হয় তবে প্রতি ঘণ্টায় খরচ হবে: ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ০.০৩৫ টাকা (৪ পয়সারও কম)। ২৪ ঘণ্টা চালালে খরচ হবে: প্রায় ০.৮৪ টাকা। এক মাস (৩০ দিন) চালালে খরচ দাঁড়াবে: ২৫ টাকার একটু বেশি। অর্থাৎ, সারা মাস ২৪ ঘণ্টা রাউটার চালালেও বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না।

MH/MMS
আরও পড়ুন