ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেলেন দগ্ধ শিক্ষিকা মাহফুজাও

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা আক্তার (৪৫) নামে আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালা ১৯ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহফুজা আক্তারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে এখনো ২৩ জন চিকিৎসাধীস। এছাড়া ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান ডা. শাওন বিন রহমান।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন প্রায় শতাধিক। তাদের মধ্যে এখনো অনেকে চিকিৎসাধীন।

AHA
আরও পড়ুন