পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় শহরের ঝাউতলা শহীদ হৃদয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

পরে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বেলুন ও ‘শান্তির প্রতীক’ সাদা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার রুমা, জেলা মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহীন), জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে নির্বাচন নিয়েও নানা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তারা। এ অবস্থায় দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
