ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দরগঞ্জে বিএনপির সদস্যপদ নবায়ন করলেন সমাজসেবক সিন্টু 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছেন বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তিনি ২০ টাকা ফি জমা দিয়ে সদস্যপদ নবায়ন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। 

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সক্রিয় আছেন। তার এ সদস্যপদ নবায়ন সংগঠনকে আরও শক্তিশালী করবে।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মূসা কালিমুল্লাহ, সদস্য সচিব মো. মতিয়ার পারভেজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আতাউর রহমান দুলালসহ বিএনপির অন্যান্য স্থানীয় নেতারা। 

সদস্যপদ নবায়নের পর মো. আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও দলের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করে যাব।

NJ
আরও পড়ুন