ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩৫) নামে এক নারী সেবিকা(নার্স) নিহত হয়েছেন। গত সপ্তাহেও একই স্থানে সড়ক দুঘর্টনায় তিন ব্যক্তির মৃত্যু হয়। একই স্থানে বারবার দুঘর্টনায় প্রাণহানীর প্রতিবাদে ও দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে । প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে উভয়পাশে শত শত যানবাহন আটকা পরে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জের পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় "শঠিবাড়ি স্পেশাল" পরিবহণের একটি দ্রুতগামী যাত্রাবাহী বাসের চাপায় মরিয়ম আক্তার (৩৫) নামের এক নার্স ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মরিয়ম ওই এলাকার আব্দুল হামিদের মেয়ে। দুঘর্টনার পর চালকসহ বাসটি স্থানীয় জনতা আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

এরপর বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আব্দুর রহমান নামের এক বিক্ষোভকারি বলেন, একই স্থানে এক সপ্তাহে মোট ৪জন মারা গেলো। এই জায়গায় পারাপারের জন্য একটি ওভার ব্রিজ থাকা দরকার। তা না হলে মানুষ মরতেই থাকবে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন ও গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজাসহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ব্যর্থ হন। পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ জনতার অবরোধ তুলে নেয়।

JMR
আরও পড়ুন