ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এবার সেই গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।
ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র ফেরদৌসের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম প্রস্তাব করেছিলেন। সিনেমার নাম ছিল ‘সিংহ পুরুষ’। সেই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে ছিলেন ফেরদৌস। ওই সিনেমার সূত্রেই ওর সঙ্গে আমার প্রথম দেখা।’
শ্রীলেখা জানান, তখন ফেরদৌস পড়াশোনার পাশাপাশি অভিনয় করতেন এবং ছিলেন অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের। ফেরদৌসের এমন ব্যবহার তার ভালো লেগেছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সেই কাজ শেষে কলকাতায় ফেরার পর অনেক পরিচালকের সঙ্গে তার কথা হয়। তাদেরই একজন ছিলেন বাসু চট্টোপাধ্যায়। তিনি তখন ‘হঠাৎ বৃষ্টি’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনায় ছিলেন এবং নায়ক খুঁজছিলেন। সেই সময় শ্রীলেখা নিজেই ফেরদৌসের নাম প্রস্তাব করেন। ফলে তার মাধ্যমেই টালিউডে অভিষেক ঘটে ঢাকাই নায়ক ফেরদৌস আহমেদের।
তবে এতকিছুর পরও অভিনেত্রীর বক্তব্যে প্রেমের কোনো ইঙ্গিত ছিল না। শ্রীলেখা স্পষ্ট ভাষায় বলেন, ‘কাউকে পরিচালকের কাছে রেফার করার মধ্যে প্রেম থাকে না। আমি শুধু অভিনেতা নয়, অনেক অভিনেত্রীকেও পরিচালকদের নাম বলে থাকি। এটা পেশাগত বিষয়।’
তিনি আরও জানান, ফেরদৌসের সঙ্গে পরবর্তীতে খুব একটা যোগাযোগ ছিল না। কোথাও দেখা হলে কুশল বিনিময় হয়েছে মাত্র।
ফেরদৌস-শ্রীলেখা জুটিকে নিয়ে গুঞ্জনের অবসান ঘটিয়ে শ্রীলেখার এই বক্তব্যে বিষয়টি স্পষ্ট হলো- তা ছিল কেবলই পেশাগত সৌহার্দ্য ও বন্ধুত্ব। প্রেমের কোনো স্থান সেখানে ছিল না।
১৮ কোটি টাকায় কৃষকের জমি কিনে বিপাকে সুহানা
তপন বাগচীর ভাওয়াইয়া, মীম উদাসীর কণ্ঠে