ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক ২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
গাজীপুরে খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন পুলিশ সদস্যসহ ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের সামনে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
 
এলাকাবাসীর অভিযোগ, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এবং পুলিশের পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ২ জনকে আটক করে।
আটকরা হলেন- গাজীপুর মহানগরের ৯ নং ওয়ার্ডের নয়নপুর এলাকার কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) এবং ভোলা সদর উপজেলার মোশারফ হোসেনের ছেলে শিহাব মোশাররফ সৈকত (২৩)। শিহাব মোশাররফ সৈকত উত্তরা ১৩ এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কর্মরত আছেন।
 
ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল, ২টি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
NJ
আরও পড়ুন