ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীপুরের ৮ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
গাজীপুরের শ্রীপুরে ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে শ্রীপুর উপজেলা বিএনপি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রত্যেক ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
 
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৮ ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত ইউনিয়ন বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো- উপজেলার মাওনা, গাজীপুর, তেলিহাটি, বরমী, কাওরাইদ, গোসিঙ্গা, রাজাবাড়ী ও প্রহ্লাদপুর। প্রত্যেক কমিটিতে ৫ জন যুগ্ন আহ্বায়ক রাখা হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ বলেন, ঘোষিত ইউনিয়ন কমিটির নেতারা চলমান প্রক্রিয়ায় মিটিংয়ের মাধ্যমে প্রতিটি দলীয় নির্দেশনা মেনে গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড বিএনপির কমিটির বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করবে। ৩১ সদস্য বিশিষ্ট ১নং মাওনা ইউনিয়নে মিনহাজ উদ্দিন সরকারকে আহ্বায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব, ২নং গাজীপুর ইউনিয়নে এনামুল হক মনিকে আহ্বায়ক ও অ্যাডভোকেট দবির আহমেদকে সদস্য সচিব, তেলিহাটি ইউনিয়নে নূরুল আমীন আকন্দকে আহ্বায়ক ও মহীদুল্লাহ বন্দুকশীকে সদস্য সচিব, বরমী ইউনিয়নে মাসুদ সরকারকে আহ্বায়ক ও আক্তারুজ্জামান শামীমকে সদস্য সচিব, কাওরাইদ ইউনিয়নে আতাব উদ্দিন আতাকে আহ্বায়ক ও সাহেব উদ্দিন বিএসসিকে সদস্য সচিব, গোসিঙ্গা ইউনিয়নে খন্দকার আসাদুজ্জামনকে আহ্বায়ক ও জহিরুল ইসলাম আকন্দ সুমনকে সদস্য সচিব, রাজাবাড়ী ইউনিয়নে নাজমুল হুদা শাহীনকে আহ্বায়ক ও রাকিব মোড়লকে সদস্য সচিব এবং প্রহ্লাদপুর ইউনিয়নে অ্যাডভোকেট আরিফ খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট তাইজ উদ্দিন খন্দাকারকে সদস্য সচিব ঘোষণা করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

তিনি আরো জানান, আহ্বায়ক ১নং যুগ্ন আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে প্রত্যেক ইউনিয়ন বিএনপির অধীনস্থ সব ওয়ার্ড কমিটি অনুমোদিত হবে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং দলের গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওইসব ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এর দেড় মাস পর দলের নির্দেশনা মোতাবেক এ কমিটি ঘোষণা করা হলো।
NJ
আরও পড়ুন