তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের সুরমা জোনে পুরুষ ও নারী উভয় বিভাগের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ।
সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আজ দ্বিতীয় দিনে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মৌলভীবাজারের মুখোমুখি হবে হবিগঞ্জ এবং দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক সিলেট লড়বে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে। অন্যদিকে নারী বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট খেলবে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে হবিগঞ্জের প্রতিপক্ষ মৌলভীবাজার।
আজকের খেলায় পুরুষ বিভাগে হবিগঞ্জ ৫৬-৪৬ পয়েন্টে ফেনীকে, ব্রাহ্মণবাড়িয়া ৪৯-২৬ পয়েন্টে সুনামগঞ্জকে, সিলেট ৬১-৩২ পয়েন্টে হবিগঞ্জকে এবং মৌলভীবাজার ৪৯-২৬ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারায়।
নারী বিভাগের খেলায় সিলেট ৫৭-২৯ পয়েন্টে সুনামগঞ্জকে, ব্রাহ্মণবাড়িয়া ৩৫-২২ পয়েন্টে মৌলভীবাজারকে এবং হবিগঞ্জ ৪৪-২৯ পয়েন্টে সিলেটকে হারিয়েছে। আগামীকাল পুরুষ ও নারী উভয় বিভাগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
