ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পূজা মন্ডপের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বান্দরবানের ৭টি উপজেলার ৩২টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত এই অনুদানের চেক বিতরণ করেন।

এসময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, সদস্য মো.আবুল কালাম, মো.নাছির উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চুসহ ৭টি উপজেলার দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ ও মন্দিরের পুরোহিত উপস্থিত ছিলেন। সেখানে অনুদানের সর্বমোট ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবারের দুর্গাপূজা আরো জাঁকজমক ও আনন্দয়ময় করে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এসময় পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, দুর্গাপূজা চলাকালীন সকল মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া পূজায় আগত ভক্তরা যাতে নিবিঘ্নে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে।

 

JMR
আরও পড়ুন