শারজার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হেরে শুরু করেছে আফগানিস্তান। ১৫১ রানের লড়াইয়ে নেমে লেগ স্পিনার রশিদ খানের দুর্দান্ত বোলিং ম্যাচে ফিরিয়ে দিয়েছিল দলকে। ১৮ রানে ৪ উইকেট তুলে বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছিলেন ধসের মুখে। কিন্তু শেষ পর্যন্ত জয় পেল বাংলাদেশই, আর হারের দায় স্বীকার করলেন আফগান অধিনায়ক।
পুরস্কার বিতরণী মঞ্চে হতাশ রশিদের কণ্ঠে শোনা গেল ব্যাটিং-বোলিং উভয় দিকের ঘাটতির কথা। তিনি বলেন, ‘এখনো মনে হচ্ছে, আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি–টোয়েন্টিতে ছন্দ হারানোর সুযোগ নেই, একবার হারালে ফেরানো কঠিন। প্রথম ১০ ওভারে আমরা একেবারেই ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, ততই ভালো, বাইরে বল করলেই রান নেওয়া সহজ হয়ে যায়।’
আফগানিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়েও হতাশ ছিলেন রশিদ। ম্যাচে ২৫ রানের উদ্বোধনী জুটির পরই শুরু হয় পতন, ৪০ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। বড় কোনো জুটি গড়তে পারেনি দল, সর্বোচ্চ ৩৩ রানের পার্টনারশিপ এসেছে আজমতউল্লাহ ওমরজাই ও গুরবাজের ব্যাট থেকে। রশিদের মতে, ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনের কারণেই এই ব্যর্থতা, ‘আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, আমরা এখান থেকে শিখব। মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি, তাই ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলার দিকে মনোযোগী হতে হবে। চাপের মুখে ভুল শট নেওয়াটা যেন না হয়।’
যদিও ব্যক্তিগতভাবে ইতিহাস গড়েছেন রশিদ। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আর কোনো অধিনায়ক এতবার তা করতে পারেননি। কিন্তু এই রেকর্ডের চেয়ে দলের হারই বেশি পোড়াচ্ছে তাঁকে।
শারজায় আজ দ্বিতীয় ম্যাচে জিততেই হবে আফগানিস্তানকে, না হলে সিরিজ চলে যাবে বাংলাদেশের দখলে। ম্যাচ শুরু রাত সাড়ে আটটায়।
