ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বায়ুমান সূচকে আজ ঢাকার অবস্থান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

ঢাকার বাতাসে শনিবার (৪ অক্টোবর)  দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুমান পর্যবেক্ষণকারী সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার। দুপুর ১২টা ১০ মিনিটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ৭১, যা ‘মাঝারি’ বা সহনীয় মান হিসেবে গণ্য হয়।

এ অবস্থানে থাকা ঢাকাকে আজ বিশ্বের বায়ুদূষণের তালিকায় ২৭তম শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে। এদিন সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, যার বায়ুমান সূচক ছিল ১৭৭।

শীর্ষ দূষিত শহরগুলো

  • লাহোর, পাকিস্তান- ১৭৭
  • তাশখন্দ, উজবেকিস্তান- ১৫২
  • কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো- ১৫১
  • দিল্লি, ভারত- ১৫১
  • জাকার্তা, ইন্দোনেশিয়া- ১৪৭

বায়ুমানের মানদণ্ড

বিশেষজ্ঞরা বলছেন, আজকের মতো দিনগুলোতে ঢাকার নাগরিকরা তুলনামূলকভাবে বাইরে চলাফেরায় কম ঝুকিতে থাকলেও, সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় খোলা বাতাসে থাকার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (BMJ) প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয়, জীবাশ্ম জ্বালানি থেকে উদ্ভূত বায়ুদূষণ প্রতিবছর বিশ্বে প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে প্রায় ৬৭ লাখ মানুষ মারা যান।

পরিবেশবিদরা মনে করছেন, একদিনের সহনীয় বাতাসে স্বস্তি মিললেও, ঢাকার মতো শহরে দীর্ঘমেয়াদে বায়ুদূষণ কমাতে টেকসই নীতিমালা, যানবাহন নিয়ন্ত্রণ ও নির্মাণকাজে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার জরুরি।

 

DR/SN
আরও পড়ুন