ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা চুরি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনার গহণা ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লিলি গোল্ড হাউজ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দোকানের মালিক জাকির হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে এসে দেখেন পাশের দোকানের দেয়াল কেটে শোকেজ থেকে প্রায় ১২৫ ভরি সোনার গহণা  এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।

দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার নানা ধরনের সরঞ্জাম পাওয়া গেছে বলেও উল্লেখ করেছেন দোকান মালিক।

জাকির হোসেন জানান, প্রায় দুই মাস আগে পাশের দোকানটি ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি থ্রি-পিসের ব্যবসার কথা বলে শহিদুল ইসলাম রতনের কাছ থেকে ভাড়া নেয়। তার ধারণা, ওই ভাড়াটেকেই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে দোকান ভাড়া নিয়েছিল তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

NB
আরও পড়ুন