ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করিনি: নুর

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম

‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে গণ অধিকার পরিষদ জোট বা আসন সমঝোতা করেনি, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কাজ করছি’ বলে জানিয়েছেন দলটির সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

পোস্টে নুর লিখেছেন, ‘আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত এক শবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।’

তিনি আরো লিখেছেন, ‘আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত এক শ-বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’
 
তিনি পোস্টে আরও লিখেন, ‘আশা করি এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমাননির্ভর নিউজ করে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? অযথা মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ করে বা কথা বলে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করা হলো।’

স্ট্যাটাসের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনো তথ্যের প্রয়োজনে আশা করি, এই দুইজনের সঙ্গে যোগাযোগ করবেন।

AHA
আরও পড়ুন