ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এআই চালিত রে-ব্যান স্মার্টগ্লাস আনলো মেটা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করেছে বিলাসবহুল চশমা ব্র্যান্ড রে-ব্যান ও প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুক) এর যৌথভাবে তৈরি করা এআই চালিত স্মার্টগ্লাস। এই অত্যাধুনিক চশমার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন স্পর্শ না করেই ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, কল করা, গান শোনা ও রিয়েল-টাইম অনুবাদসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে স্মার্টগ্লাসটি প্রথম বাজারে আসার পর প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। এবার এসেছে এর আরও উন্নত সংস্করণ, যা ২০২৫ সালের ‘Meta Connect’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

চশমাটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

  • ভয়েস কমান্ড: পুরোপুরি হ্যান্ডস-ফ্রি ব্যবস্থায় কল করা, বার্তা পাঠানো ও অন্যান্য কাজ করা যায়।
  • লাইভ অনুবাদ: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও ইতালিয়ানসহ বিভিন্ন ভাষার রিয়েল-টাইম অনুবাদ।
  • উন্নত ক্যামেরা: ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে উচ্চমানের ছবি ও ভিডিও ধারণ।
  • ডিসপ্লে প্রযুক্তি: নতুন ‘Meta Ray-Ban Display’ যা চোখের সামনে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে।
  • সংযোগ সুবিধা: Wi-Fi 6Bluetooth ৫.০ সাপোর্ট, যা ডিভাইস ব্যবহারে গতি ও স্থায়িত্ব নিশ্চিত করে।
  • চার্জিং ও ব্যাটারি: একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। স্মার্ট চার্জিং কেসসহ পাওয়া যাবে।
  • জল প্রতিরোধ: IPX4 রেটিং থাকায় হালকা পানি কিংবা ঘামে ভিজলেও ক্ষতির ভয় নেই।
  • প্রসেসর: Qualcomm Snapdragon AR1 Gen1 চিপ ব্যবহৃত হয়েছে, যা স্মার্টগ্লাসকে করে তুলেছে আরও দ্রুতগতিসম্পন্ন ও কার্যকর।

স্টাইল ও ডিজাইন

এই স্মার্টচশমা তিনটি ভিন্ন ডিজাইনে পাওয়া যাবে: Wayfarer, Skyler এবং Headliner। ২০টিরও বেশি স্টাইল ও রঙে এটি বাজারে এসেছে, যা তরুণ প্রজন্মের ফ্যাশন চাহিদাকেও মাথায় রেখে তৈরি।

উন্নত এআই ও EMG প্রযুক্তি

স্মার্টগ্লাসটিতে যুক্ত হয়েছে মেটার উদ্ভাবিত ইলেকট্রোমাইওগ্রাফি (EMG) ও Meta Neural Band প্রযুক্তি। ফলে ব্যবহারকারী শুধুমাত্র হাতে ইঙ্গিত করেই ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন। এটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের স্মার্ট সহচর হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কিছু ব্যবহারকারী স্মার্টগ্লাসের মাধ্যমে ভিডিও রেকর্ডিং ও ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীর সম্মতি ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রে-ব্যান ও মেটার যৌথ উদ্যোগে তৈরি এই স্মার্টগ্লাস শিগগিরই আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে, এটি স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

স্মার্টগ্লাস প্রযুক্তির দুনিয়ায় মেটা ও রে-ব্যানের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু ফ্যাশন নয়, দৈনন্দিন জীবনেও প্রযুক্তিকে আরও সহজ ও কার্যকরভাবে যুক্ত করার সম্ভাবনা তৈরি করছে এটি।

NB/AHA
আরও পড়ুন