ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রাম-১৬ আসনে দলীয় মনোনয়ন নিলেন অ্যাড. তায়েফ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের দলটির প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ছাড়াও আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আইনজীবী অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, গণঅধিকার পরিষদ গণমানুষের দল। এই গণঅধিকার পরিষদের প্রধান ভিপি নুরসহ প্রতিটি নেতাকর্মী স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। এই গণধিকার পরিষদ এখন সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের মানুষ গণঅধিকার পরিষদকেই বেছে নিবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছি। একজন আইনজীবী হিসেবে দিনের বেলায় কোর্টে লড়েছি। কোর্ট শেষ করে আন্দোলনের মাঠে লড়েছি। বহু নির্যাতনের স্বীকার হয়েছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে পুরো চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছি। ২৪-এর গণঅভ্যুত্থানেও একই কাজ করেছি। জুলাই আন্দোলনের সময় যুবলীগ-ছাত্রলীগ আমার বাসা ঘেরাও করেছিল ওই সময়ে পালিয়ে না গেলে আজ আমি পৃথিবী দেখতে পেতাম না। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মনোনয়ন চেয়েছি, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচনে অংশ নিতে চাই।

NJ
আরও পড়ুন