শীতপ্রধান দেশ আইসল্যান্ডে এবার বসন্তে দেখা গেছে এক অনাকাঙ্ক্ষিত অতিথি-মশা। ইতিহাসে এ প্রথম দেশটিতে মশা ধরা পড়েছে।
স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন প্রজাপতি পর্যবেক্ষণের সময় দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা ধরেন। পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এগুলো ‘কুলিসেটা অ্যানুলাটা’ প্রজাতির মশা, যা ঠান্ডা আবহাওয়াতেও বেঁচে থাকতে সক্ষম।
এত দিন পর্যন্ত আইসল্যান্ড ও অ্যান্টার্কটিকা-এই দুই অঞ্চলই ছিল মশামুক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এবার সেই অবস্থাও বদলে যাচ্ছে বলে ধারণা বিজ্ঞানীদের।
কীটতত্ত্ববিদরা বলছেন, এ বছর আইসল্যান্ডে কয়েকবার রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যা দেশটির ইতিহাসে বিরল। উষ্ণতার এই অস্বাভাবিক বৃদ্ধি মশার টিকে থাকার অনুকূল পরিবেশ তৈরি করেছে।
বিজ্ঞানীরা এখন পর্যবেক্ষণ করছেন, এই মশাগুলো কেবল পথ হারিয়ে এসেছে, নাকি সত্যি সত্যিই আইসল্যান্ডে স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করেছে। যদি স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করে, তবে এটি জলবায়ু পরিবর্তনের একটি বড় সংকেত হতে পারে।
সূত্র : বিবিসি
হাইরেস দ্বীপপুঞ্জের ভিন্ন এক রূপ