ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অধ্যাপক মুজিবুর রহমান 

ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০৫ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সবাই নিরাপদে থাকবে। প্রতিটি ধর্মই তার অনুসারীদেরকে নৈতিক ও চারিত্রিক ভাবে উন্নত নাগরিক হওয়ার শিক্ষা দেয়। কোন ধর্মই ন্যায্যতার প্রশ্নে আপোস করে না। তাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘স্বাধীনতার পরে যেসব দল বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা কেউ ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের মৌলিক চাহিদার দিকে নজর দেয়নি। বরং তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে উপজাতিসহ ভিন্ন ধর্মাবলম্বী ভাইবোনদের সকল প্রকার ন্যায্য সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।’

উপজেলার মোহনপুর ইউনিয়ন আমির জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ্, গোদাগাড়ী উপজেলা আমির নুমায়ন আলী, সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কাকঁনহাট পৌরসভার আমির মাওলানা নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ। আমাদের নেতা অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী-তানোরকে উন্নত অঞ্চল হিসাবে গড়তে চান। যেখানে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে, ন্যায়বিচার ও সমমর্যাদার ভিত্তিতে।

HN
আরও পড়ুন