মার্কিন সরকারের অচলাবস্থার (shutdown) সম্ভাব্য অবসান এবং বৈশ্বিক বাজারে তেলের অতিপ্রাচুর্য নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে।
সোমবার (১০ নভেম্বর) লন্ডন সময় দুপুর ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩১ সেন্ট বা ০.৪৯% বেড়ে ৬৩.৯৪ ডলার হয়েছে। অপরদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৬০.০৫ ডলার, যা ৩০ সেন্ট বা ০.৫% বৃদ্ধি নির্দেশ করে।
রোববার (৯ নভেম্বর) মার্কিন সিনেট একটি প্রস্তাব এগিয়ে নেয় যা ৪০ দিন ধরে চলা সরকারি অচলাবস্থা শেষ করতে সহায়তা করবে। দীর্ঘ এই অচলাবস্থায় ফেডারেল কর্মীদের কাজ স্থগিত, খাদ্য সহায়তা বিলম্বিত এবং বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছিল।
পিভিএম অ্যানালিস্ট তামাস ভার্গা বলেন, ‘সরকারি কার্যক্রম পুনরায় চালুর পথে আইন প্রণেতাদের উদ্যোগ বাজারে ঝুঁকি গ্রহণের প্রবণতা ফেরাতে সাহায্য করেছে।’
তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, বিমান চলাচল বন্ধের কারণে মার্কিন জেট ফুয়েলের চাহিদা কমতে পারে। শুধু রোববারই যুক্তরাষ্ট্রে ২,৮০০টি ফ্লাইট বাতিল এবং ১০,২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে যা এই অচলাবস্থায় এখন পর্যন্ত সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত।
গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই সূচকই প্রায় ২% করে কমে দ্বিতীয় সপ্তাহের মতো নিম্নমুখী ছিল। কারণ, অতিরিক্ত সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে।
ওপেক ও এর মিত্ররা ডিসেম্বর মাসে সামান্য উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, প্রথম প্রান্তিকে (Q1) নতুন কোনো বাড়তি উৎপাদন না করার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ছে এবং এশিয়ার সমুদ্রপথে সংরক্ষিত তেলের পরিমাণ দ্বিগুণ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতে রুশ তেল আমদানিতে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ভার্গা আরও বলেন, ‘সমুদ্রপথে সংরক্ষিত অপরিশোধিত তেলের পরিমাণ বাড়লেও রুশ পণ্যের সীমিত প্রাপ্যতা বিশ্ববাজারে জ্বালানির চাহিদাকে ধরে রেখেছে।’
এদিকে, রুশ তেল কোম্পানি লুকঅয়েল (Lukoil) ইরাকের ওয়েস্ট কুরনা-২ তেলক্ষেত্রে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২১ নভেম্বর থেকে মার্কিন নিষেধাজ্ঞার নতুন সময়সীমা শুরু হবে, যা কোম্পানির কার্যক্রমে বড় প্রভাব ফেলবে।
এছাড়া, লুকঅয়েল তার ইরাকি কার্যক্রম সুইস ট্রেডার গানভর (Gunvor)-এর কাছে বিক্রি করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়, ফলে চাপ আরও বেড়েছে। সূত্র: রয়টার্স
বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ