ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ন্যাশনাল কনসোর্টিয়াম পার্টি (এনসিপি) এর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা উষ্ণ কর্মরদন ও কুশল বিনিময় করেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন। 

এনসিপির নেতারা নিজের স্বার্থ রক্ষা করেই দুদেশের সম্পর্ক আরও গভীর কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
 
গণ-অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে দুদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার প্রতি গুরুত্বারোপ করেন তারা।

এদিকে, আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে তোবগের। বিকেলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
 
এর আগে, শনিবার সকাল সোয়া ৮টায় ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) এসে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একইদিন বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেন তোবগে। সন্ধ্যায় সরকারি নৈশভোজে অংশ নেন তিনি।

NB/AHA
আরও পড়ুন