ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমিরাতে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি পাচ্ছেন প্রায় ৩ হাজার বন্দি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে এবার দেশজুড়ে শুধু উৎসব নয়, নেমে এসেছে মানবিকতার ঢল। এই রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্যপূর্ণ দিনটিকে কেন্দ্র করে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার থেকে মোট ২ হাজার ৯৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর চেয়েও বড় চমক হলো—বন্দিদের ওপর আদালতের রায়ে আরোপিত আর্থিক জরিমানাও সম্পূর্ণরূপে রাষ্ট্রীয়ভাবে বহন করবে সরকার।

জাতীয় দিবসের প্রাক্কালে নেওয়া এই মানবিক সিদ্ধান্ত দেশের নেতৃত্বের সদিচ্ছা, পুনর্বাসন উদ্যোগ এবং বন্দিদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতার বার্তা বহন করছে। আরব আমিরাত শাসকের এমন মানবিক সিদ্ধান্তকে সাধারণ প্রবাসীরাও সাধুবাদ জানিয়েছেন।

৫৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাতটি প্রদেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। দেশজুড়ে সকল রাস্তা-ঘাট, সুউচ্চ ভবন আর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জায়। প্রতিবারের ন্যায় নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার ও ড্রোন শো, ফায়ারওয়ার্ক ও দেশটির ঐতিহ্যবাহী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বারের জাতীয় দিবস পালিত হচ্ছে ঐক্য থিমে। এর মাধ্যমে সাতটি আমিরাতের ঐক্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে নতুনভাবে উপস্থাপন করা হবে। দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ের বহু ইভেন্টে এই থিম প্রতিফলিত হবে।

HN
আরও পড়ুন