জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন মালদ্বীপ প্রবাসীরা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ইংরেজি নববর্ষ উদযাপন মালদ্বীপীয়দের কাছে একটি বড় উৎসবের মতোই। ডিসেম্বরের শেষ সপ্তাহে নতুন বছর ঘিরে টানা ছুটির আমেজ থাকায় পরিবার-পরিজন নিয়ে আনন্দ উদযাপনের মধ্যেই আসে নতুন বছরের আগমন।

পুরনো বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামী দিনের প্রত্যাশায় সারা বিশ্বের মতো মালদ্বীপীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ফুটসাল টুর্নামেন্টের (ইউএফএফসি) জার্সি উন্মোচনের মধ্যদিয়ে ইংরেজি নতুন বছরকে ২০২৬ বরণ করে নেন।

এসময় পুরনো বছরের জীর্ণতা,ব্যথা ও স্বজন হারানোর কষ্ট ভুলে আগামী দিনের সুন্দর প্রত্যাশা নিয়ে নতুন বছরের শুভ সূচনায় মালদ্বীপের জাতীয় একুভেনী ফুটসাল মাঠে অনুষ্ঠিত হয় ইউনাইটেড ফেনী ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার ফুটসাল প্রীতি ম্যাচ।

প্রবাসীদের এ ইংরেজি বর্ষবরণ ফুটসাল ম্যাচের জার্সি উনমোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম, এমরান হোসেন, ওমর ফারুক, আবদুল মান্নান, মোস্তফা কামাল জিসান, মো. সুমন,মনির হোসেন,আকরাম বাদশা, আরিফুল ইসলাম, তারেক হোসেন ও নিজাম উদ্দিন প্রমুখ।

এর আগে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই ফুটসাল মাঠে নিজ জেলার মেয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একমিনিট নিরবতা পালন করেন মাঠে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।

অন্য দিকে রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালের সেন্ট্রাল পার্কে আতশবাজি প্রদর্শনী,ড্রোন শো এবং তিন দিনের স্থানীয় সংস্কৃতি উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান মালদ্বীপীয়রা।এতে সব বয়সী হাজারো মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে শহরের সেন্ট্রাল পার্ক। পর্যটনকেন্দ্র হুলহুমালের আকাশে বর্ণাঢ্য এক আতশবাজির ঝলকানিতে মুগ্ধ করে স্থানীয়দের পাশাপাশি বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও।

নতুন বছরের প্রথম প্রহরে, যুদ্ধ ও বৈশ্বিক চ্যালেঞ্জের আবহে ২০২৬ সাল শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে,এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

HN
আরও পড়ুন