ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক হত্যা, স্থানীয় নাগরিকসহ আটক ৬

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

মালয়েশিয়ায় ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি একতলা বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত বাংলাদেশি সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানিয়েছেন, কাজে দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে নিহত বাংলাদেশি ও ৪২ বছর বয়সী এক স্থানীয় সহকর্মীর মধ্যে বিবাদ হয়। এরপর অভিযুক্ত স্থানীয় নাগরিক নিহতকে বকাঝকা করেন। পরবর্তীতে ধস্তাধস্তির সময় অভিযুক্ত তারের রিল ব্যবহার করে বাংলাদেশি শ্রমিকের গলায় ফাঁস লাগান।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত একটি ছোট রড নিয়ে হামলার চেষ্টা করেন। জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে অভিযুক্তকে আঘাত করার চেষ্টা করেছিলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্রমিক অচেতন হয়ে পড়লে অভিযুক্ত থানায় নিজেই এসে ঘটনাটি রিপোর্ট করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত স্থানীয় নাগরিকসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে, যাদের মধ্যে দু’জন স্থানীয় এবং চারজন বাংলাদেশি।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তারের রিল, ছুরি এবং কংক্রিটের রড উদ্ধার করেছে। হত্যাকাণ্ডটি দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আটকদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

NB/AHA
আরও পড়ুন