শুক্রবার (২২ মার্চ) নিউ ইয়র্কের এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিন হোসাইন ও কমিউনিটি এক্টিভিষ্ট মীর দুলাল এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আমিন হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ শাফায়াত খান, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, প্রকল্প সংগঠক আব্দুস সালাম মিয়া আজম সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি এক্টিভিষ্ট মোঃ ইসলাম, নাজিম চৌধুরী, মীর দুলাল, মোঃ জুয়েল, বদরুল ইসলাম চৌধুরী, আবু সাইদ আহমদ সহ বিশিষ্টজনেরা শরীক হন।
ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা লুতফুর রহমান চৌধুরী।
নিউইয়র্কের প্রায় প্রতিটি মসজিদে আরব-অনারব, জাতি, বর্ণ ও ভাষা নির্বিশেষে মুসলমানরা প্রতিদিন ইফতারের আয়োজন করে। একেক দিন একেকজন দায়িত্ব নেন। প্রায় প্রতিটি মসজিদে গড়ে দুই থেকে তিন শতাধিক মানুষ ইফতার করেন। রোজার শুরুতেই স্থানীয় মসজিদে ইফতারের দায়িত্ব নেয়ার জন্য ক্যালেন্ডারে নাম লিপিবদ্ধ করতে হয়।