পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা নবায়ণের যোগ্যতা হারানো সম্ভবনার দুসংবাদ দিয়েছে দেশটি।
সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, অনেক ভিনদেশি বাবা ও মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায় ভবিষ্যতে এই অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।