প্রায় এক ঘণ্টার চেষ্টায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আরমানিটোলার ‘হাজী টাওয়ার’ নামক ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজারের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট দ্রুত পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।