ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে মিছিলে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ  অংশগ্রহণ করেছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারের হাজারো জনতার জমায়েত থেকে বিক্ষোভকারীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। স্লোগান, স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে শহীদ মিনার এলাকা।