ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহবাগ ও টিএসসিতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:৪৭ এএম

অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। এ সময় নিরাপত্তার জন্য থাকা আনসারদের সরিয়ে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের একটি গ্রুপ লাঠিসোঁটা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে। পরবর্তীতে তারা টিএসসিতে থাকা ছয় আনসার বাহিনীকে তারা ধরে নিয়ে যায় এবং জগন্নাথ হলের পাশে তাদেরকে ছেড়ে দেয়।

শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন একাধিক সমন্বয়ক। সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

MB/FI
আরও পড়ুন