দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’ সফলভাবে সম্পন্ন

রাজধানীর আগারগাঁওয়ের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’। এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ থেকে একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে ১২ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে রংপুরের ‘আরোহী আয়শা সালমা’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১ম রানার্সআপ হন ‘আদিবা সুলতানা আলিফা’, এবং ২য় রানার্সআপ নির্বাচিত হন সিলেটের ‘ফৌজিয়া ইয়াসমিন’।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট জনাব লায়ন বেনজির আহমেদ পিএমজিএফ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পাবলিক স্পিকার ও ট্রেইনার জনাব কাজী এম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প’ এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার, এবিসিডিই এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব কাজী রাকিবুদ্দিন আহমেদ, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’ এর প্রতিষ্ঠাতা মো: সোলায়মান আহমেদ জীসান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা গড়ে তুলতেই এই আয়োজনের উদ্যোগ। তিনি আরও জানান, ভবিষ্যতে তারা এটিকে জাতীয় পর্যায়ের একটি ব্র্যান্ডেড প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

এই আয়োজনটি বাংলাদেশের তরুণদের মধ্যে পাবলিক স্পিকিংয়ের প্রতি আগ্রহ এবং দক্ষতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।