শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত 

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে এক হৃদয়স্পর্শী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাবের উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও খ্যাতিমান গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ।

আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, অধ্যাপক ড. আব্দুস সবুর খান, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান ও লেখক ও গবেষক শেলি পারভীন। এছাড়া স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন এবং কর্মময় জীব, জীবন দর্শন ও লেখনীকে স্বরণ করেন। তার সুদীর্ঘ জীবনের নানা কাজে ভালো দিক গুলো যেন বর্তমান প্রজন্ম গ্রহণ করেন সে বিষয় আলোকপাত করেন তারা। সব শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।