সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি দিয়েছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দেওয়া হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মিডিয়া ফ্রন্টলাইন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বৃত্তি দেয় ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’।

মিডিয়া ফ্রন্ট লাইনের চিফ কো-অর্ডিনেটর জাকির মজুমদারের পরিচালনায় এ অনুষ্ঠানে ১০ জন সাংবাদিক কন্যাকে শিক্ষাবৃত্তি দেয় সংস্থাটি।

সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশে জাকির মজুমদার বলেন, ‘শিক্ষালাভে নারীর গুরুত্ব অপরিসীম। তাই নারীর সুশিক্ষা নিশ্চিতে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’।’ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্ট লাইনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাজহারুল হক পাঠান, ডিভিশনাল কো-অর্ডিনেটর শামশুল আবরার।
২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তি প্রদানে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে মিডিয়া ফ্রন্টলাইন ফাউন্ডেশন। বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।
