সড়ক অবরোধ করে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ  

সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’বজায় রাখাসহ কয়েকটি দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চ মাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা সড়ক অবরোধ করেন।

আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে কথা বলেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।