রাজধানীর পল্লবী ও নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- সজল মিয়া (৪২), বজলু (৩৯), ইউসুফ (৩৯), জহির (৪০), মনির হোসেন (৩৮), হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও সাহাবুদ্দিন (৪০)।
অন্যদিকে, পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল বলে জানায় থানা সূত্র।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
পল্লবী থানা জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।