আইসিসিবিতে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো শুরু 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইন্টার এডিশন’। একইসঙ্গে শুরু হয়েছে ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।

সেমস-গ্লোবাল ইউএসএ এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)-এর যৌথ আয়োজনে এই প্রদর্শনী চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে।

বুধবার সকালে আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সেমস-গ্লোবাল-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে আরও বক্তব্য দেন সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশ নিয়েছে। মোট ৬৫০টির বেশি বুথে দেশি-বিদেশি বিভিন্ন আধুনিক সুতা, ফেব্রিক ও ডেনিম পণ্য প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরিফুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন এবং বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা।

বস্ত্র খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এই আন্তর্জাতিক প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

FJ
আরও পড়ুন