বনশ্রীতে কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজটের সৃষ্টি

রাজধানীর বনশ্রীতে কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রধান সড়কের পাশাপাশি এলাকার বিভিন্ন শাখা সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে।  

রোববার (২ নভেম্বর) ভোরে রামপুরা-ডেমরা সংযোগ সড়কের বনশ্রী আইডিয়াল স্কুলের বিপরীত পাশে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি: খবর সংযোগ

স্থানীয় সূত্র জানায়, রামপুরা থেকে ডেমরা-স্টাফকোয়াটার মুখী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম দিকে উল্টে যায়। এ দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক সামান্য আহত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, উল্টে পড়া কাভার্ডভ্যানে সড়ক আটকে গেলে রামপুরা-ডেমরা সংযোগ সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সকাল থেকে অফিসগামী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। সকাল ১০টার পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ।

ছবি: খবর সংযোগ

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্র্যাফিক বিভাগের সার্জেন্ট মোহতাসিম বিল্লাহসহ একাধিক কর্মকর্তা উপস্থিত থাকলেও তারা কোনো কথা বলতে রাজি হননি।