বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের নাম খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) বলে জানা গেছে।  

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুই বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে খাইরুল হোসাইনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে বারোটার দিকে ইয়াসিনেরও মৃত্যু হয়।

নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। ঢাকায় তিনি পরিবারের সঙ্গে ভাষানটেক এলাকায় ভাড়া থাকতেন। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

অপরদিকে ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনিও ভাষানটেক এলাকাতেই থাকতেন।

নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, দুই বন্ধু শনিবার সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিলেন এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীর শনির আখড়ায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে কিছুক্ষণের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

HN
আরও পড়ুন