শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন (ডিপারচার) অংশে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডিপারচার গেট ৪ ও ৫-এর সংযোগস্থলে সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে এবং কিছু জায়গায় দৃশ্যমান ফাটলের সৃষ্টি হয়েছে।
সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন শুরু হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন। সিলিংয়ের পলেস্তারা খসে পড়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থানটি ঘিরে ফেলে। নিরাপত্তা নিশ্চিতে কিছু সময়ের জন্য ওই অংশে যাত্রী চলাচল সীমিত করা হয়।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘ডিপারচার ড্রাইভওয়ের সিলিং জয়েন্ট থেকে কিছু পলেস্তারা খসে পড়েছে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের ভেতরে বড় কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।’
বিমানবন্দর সূত্র জানায়, কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে পরিদর্শন শুরু করেছে। তারা ফাটলের গভীরতা, বিস্তার ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করছেন। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছোটখাটো আফটার শক হতে পারে, তবে বড় ধরনের ঝুঁকি এখনো দেখা যায়নি।’
এর আগে চলতি বছরের ৫ মার্চ এবং ২৮ মে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।