ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, শোকবার্তায় ড. ইউনূস সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় তিনি জনগণকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

DR
আরও পড়ুন